যশোরে মাদক মামলায় দুজনকে কারাদণ্ড

যশোরে মাদক আইনের মামলায় একজনকে যাবজ্জীবন ও একজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শা উপজেলার উলাশী গ্রামের অরবিন্দ মজুমদার ও নুর আলম। সাজাপ্রাপ্ত অরবিন্দ ও নুর আলম কারাগারে আটক আছেন।

অরবিন্দকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও নুর আলমকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালত ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর ডিবি পুলিশ যশোরের শার্শা উপজেলার যাদবপুর আনসার ক্যাম্পের সামনে থেকে অরবিন্দু ও নুর আলমকে আটক করে। তখন অরবিন্দুর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। একই সময় নুর আলমের কাছ থেকে ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই এজাজুর রহমান ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই মামলায়