গোলাপি টেস্ট ঘিরে প্রধানমন্ত্রীর এক দিন

উপমহাদেশের মাটিতে আজ শুক্রবার প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ, সেটিও আবার বিখ্যাত ইডেন গার্ডেনসে। গোলাপি বলে কলকাতা টেস্টটি বাংলাদেশ-ভারত দুই দলের জন্যই তাই ঐতিহাসিক এক ম্যাচ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নবনির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে তাই খেলা দেখতে কলকাতায় যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘণ্টা বাজিয়ে টেস্টের সূচনা ও খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করে কিছু সময় খেলা উপভোগ করেন তিনি।
ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের সূচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিআইডি
ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে টেস্ট ম্যাচের সূচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপচারিতায় ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপচারিতায় ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিআইডি
খেলা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। ছবি: ফোকাস বাংলা
খেলা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। ছবি: ফোকাস বাংলা
খেলা শুরুর আগে কুশল বিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকারসহ অনেকে। ছবি: ফোকাস বাংলা
খেলা শুরুর আগে কুশল বিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকারসহ অনেকে। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের কোচ রবি শাস্ত্রী। সঙ্গে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের কোচ রবি শাস্ত্রী। সঙ্গে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ছবি: ফোকাস বাংলা
খেলা শুরুর আগে দর্শকদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকারসহ অন্যরা। ছবি: ফোকাস বাংলা
খেলা শুরুর আগে দর্শকদের অভিবাদনের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকারসহ অন্যরা। ছবি: ফোকাস বাংলা
ইডেন গার্ডেনসের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। ছবি: পিআইডি
ইডেন গার্ডেনসের খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। ছবি: পিআইডি
পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: পিআইডি
পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ছবি: পিআইডি
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী (মাঝে) প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ছবি: পিআইডি
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী (মাঝে) প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ছবি: পিআইডি