সাভারে পাঁচ শতাধিক স্থাপনা উচ্ছেদ

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ঢাকা, ২৫ নভেম্বর। ছবি: অরূপ রায়
সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ঢাকা, ২৫ নভেম্বর। ছবি: অরূপ রায়

সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আজ সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়কের উভয় পাশে এ পর্যন্ত পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান চলছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সওজের স্টেট ও আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী।

এ ব্যাপারে মাহবুবুর রহমান ফারুকী প্রথম আলোকে বলেন, যোগাযোগ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের আদেশে মহাসড়কের উভয় পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। মূলত আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এ অভিযান চালানো হচ্ছে। আজ ও কাল মঙ্গলবার এ অভিযান চলবে।