ট্রেনের চুরি যাওয়া তেলসহ চারজন গ্রেপ্তার

নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাতে ট্রেনের তেল চুরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ৬৫০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। নওগাঁর শাহগোলা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন মো. মফিজার রহমান বাবু (৬০), নুর মোহাম্মদ (৬২), মো. আবু বক্কর সিদ্দিক (৩৬) ও মো. সুজন ইসলাম (৩৪)।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এস এম জামিল আহমেদ জানান,দীর্ঘদিন একটি চক্র রেলের লোকজনের সঙ্গে যোগসাজশ করে রেল ইঞ্জিনের তেল চুরি করে বিক্রি করে আসছিল। র‌্যাবের গোয়েন্দা দল অনুসন্ধান চালিয়ে এই চক্রের হোতাদের শনাক্ত করে। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে নওগাঁর শাহগোলা বাজারে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে ৬৫০ লিটার চোরাই তেল উদ্ধার করা হয়। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: