বরগুনায় স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরগুনায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বরগুনা সদর উপজেলার মিলন ফরাজি, মনোজ গোমস্তা ও কালাম সিকদার। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ আগস্ট দুপুরে বিদ্যালয় থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় অষ্টম শ্রেণির এক ছাত্রী। ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বিষয়টি জানান পর ওই ছাত্রীর ভাই বাদী হয়ে বরগুনা থানায় ৮ সেপ্টেম্বর মামলা করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায় তদন্ত করে ওই বছরের ২৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান ও আসামি পক্ষে ছিলেন আইনজীবী কমল কান্তি দাস।

আসামিরা আপিল করার কথা জানিয়েছেন।