ট্রেনে কাটা পড়ে খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে মো. আলী (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খাদ্য গুদামের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, কালনী ট্রেনটি ঢাকা-সিলেট পথে চলাচল করে। ভৈরব স্টেশনে যাত্রাবিরতি নেই। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিলেটের দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ট্রেনটি ভৈরব প্ল্যাটফর্ম অতিক্রম করে। ভৈরব স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল। তখন মো. আলী চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করার অনুমতি চায়। এ কারণে গতকালই পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।