গণধর্ষণের মিথ্যা মামলা করায় এক নারীর ৫ বছরের দণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলা করায় এক নারীর ৫ বছরের কারাদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষের কৌঁসুলি আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ২৪ অক্টোবর কামারখন্দ উপজেলার এক নারী একই গ্রামের পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেন। আদালতে গণধর্ষণের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। পরে তাদের একজন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় ওই নারী আদালতে উপস্থিত ছিলেন।