দূষণ, দুর্গন্ধ হাতিরঝিলে

>

পর্যাপ্ত পানি পরিশোধনের ব্যবস্থা না থাকায় হাতিরঝিলের পানির গুণগত মান খারাপ হতে হতে প্রকট আকার ধারণ করেছে। পয়োনিষ্কাশনের ময়লা, আবর্জনা ও নোংরা পানি ঢুকে বিবর্ণ হয়ে উঠেছে ঝিলের পানি। বাতাসে উৎকট গন্ধ। হাতিরঝিল ঘুরে দেখা গেছে, ঝিলের প্রায় সব অংশ থেকেই পচা পানির দুর্গন্ধ ভাসছে বাতাসে। তবে ঝিলের মগবাজার অংশে এই দুর্গন্ধ ভয়ানক আকার নিয়েছে। এই অংশে পানিতে ময়লা আর শেওলার পুরু আস্তরণ জমে কোথাও কালচে, কোথাও নীলচে, আবার কোথাও সবুজ রং ধারণ করে। বর্তমানে এই পানি জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

হাতিরঝিলের মগবাজার অংশে এই চিত্র
হাতিরঝিলের মগবাজার অংশে এই চিত্র
ময়লা আর শেওলার পুরু আস্তরণে পানির দেখা মেলা ভার
ময়লা আর শেওলার পুরু আস্তরণে পানির দেখা মেলা ভার
অসহনীয় দুর্গন্ধ এবং ময়লা পানির রং স্থানীয় জনগণ ও চলাচলকারীদের দুর্ভোগের কারণ
অসহনীয় দুর্গন্ধ এবং ময়লা পানির রং স্থানীয় জনগণ ও চলাচলকারীদের দুর্ভোগের কারণ
ঝিলটি সবার জন্য যখন উন্মুক্ত করা হয়, তখন অবস্থা এমন ছিল না। পানিও ছিল বেশ স্বচ্ছ।
ঝিলটি সবার জন্য যখন উন্মুক্ত করা হয়, তখন অবস্থা এমন ছিল না। পানিও ছিল বেশ স্বচ্ছ।
স্থানীয় লোকজন জানান, বর্ষার সময় ছাড়া বছরের প্রায় সব ঋতুতেই হাতিরঝিলের পানিতে গন্ধ থাকে
স্থানীয় লোকজন জানান, বর্ষার সময় ছাড়া বছরের প্রায় সব ঋতুতেই হাতিরঝিলের পানিতে গন্ধ থাকে
পর্যাপ্ত পানি পরিশোধনের ব্যবস্থা না থাকায় বর্তমানে শ্রমিক লাগিয়ে সরানো হচ্ছে ময়লাযুক্ত শেওলার আস্তরণ
পর্যাপ্ত পানি পরিশোধনের ব্যবস্থা না থাকায় বর্তমানে শ্রমিক লাগিয়ে সরানো হচ্ছে ময়লাযুক্ত শেওলার আস্তরণ
পরিষ্কারের কাজে বেশ বেগ পেতে হয় শ্রমিকদের
পরিষ্কারের কাজে বেশ বেগ পেতে হয় শ্রমিকদের
দুর্গন্ধময় পরিবেশে শ্রমিকেরাও আছেন স্বাস্থ্যঝুঁকিতে
দুর্গন্ধময় পরিবেশে শ্রমিকেরাও আছেন স্বাস্থ্যঝুঁকিতে
প্রতিবছর হাতিরঝিলের পানির গুণগত মান খারাপ হতে হতে প্রকট আকার ধারণ করছে
প্রতিবছর হাতিরঝিলের পানির গুণগত মান খারাপ হতে হতে প্রকট আকার ধারণ করছে