কিশোরগঞ্জে ৮ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে নানা অভিযোগে ৮ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক অভিযানে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা। আর কুলিয়ারচরে সেখানকার ইউএনও কাউসার আজিজ।

ভৈরবের দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো নন্দন ফুড প্রোডাক্ট, মক্কা ট্রেডার্স, হরিপদ মুদির দোকান, আবু ইসহাকের ফলের দোকান ও আবু বক্করের ফলের দোকান।

কুলিয়ারচরে অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো নারায়ণ স্টোর, আতিক স্টোর ও অমৃত মোদক মিষ্টির দোকান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মানহীন, মেয়াদোত্তীর্ণ, ভেজাল-নকল পণ্য উৎপাদন এবং পণ্যে বিএসটিআইয়ের সিল না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, প্লাস্টিকের বস্তা ব্যবহার, মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অভিযোগে ভৈরব ও কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।