পাথরঘাটায় বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: প্রথম আলো
দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের পাথরঘাটার ব্রিক ফিল্ড রোডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় আটজনের মৃত্যু হলো।

ওই নারীর নাম ডরিন তিশা গোমেজ। তিনি সেন্ট জন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। পাথরঘাটাতেই তাঁর বাড়ি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

১৭ নভেম্বর পাথরঘাটার ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনের নিচতলায় গ্যাস নিঃসরণজনিত কারণে বিস্ফোরণ ঘটে। এরপর ঘরটির দেয়াল ধসে পড়ে। এতে ওই দিনই নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়। আহত হয় অন্তত ১২ জন। আহত ব্যক্তিদের মধ্যে আজ একজন মারা গেলেন।