মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আবদুল্লাহ আল মামুন (৪০)। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের গাড়িচালক ছিলেন। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে তিনি। যাত্রাবাড়ীর শনির আখড়ায় থাকতেন। তিন সন্তানের জনক ছিলেন আবদুল্লাহ।

প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র সিয়াম আলম ও ইফরান জানায়, কোচিং শেষে বাসায় ফেরার পথে তারা দেখতে পায়, দ্রুতগামী একটি মোটরসাইকেল এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ওই ব্যক্তি ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহতাবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল্লাহর চাচা জাহাঙ্গীর বলেন, আবদুল্লাহ তাঁর বাসায় মাগরিবের নামাজ পড়ে ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন। সাইনবোর্ড এলাকায় যাওয়ার কথা ছিল। পরে তিনি দুর্ঘটনার খবর পান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আবদুল্লাহর লাশ দেখতে পান।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, মোটরসাইকেলের ধাক্কায় নিহত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।