টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি গ্রুপ নদী ভ্রমণ শেষে বাড়ি ফিরছিল। এ সময় আরেকটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় নদীবন্দর এলাকায়। প্রথম গ্রুপটি নদীবন্দরে পৌঁছাতেই অপর গ্রুপটি তাদের ওপর হামলা চালায়। এতে আহত হন অন্তত ১০ জন। তাঁদের চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক তানজিন আফরিন বলেন, আশঙ্কাজনক হওয়ায় পাঁচ থেকে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।