বন্য হাতির ধাওয়ায় তরুণের মৃত্যু

হাতি। প্রথম আলো ফাইল ছবি
হাতি। প্রথম আলো ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একদল বন্য হাতির ধাওয়ায় এক তরুণ মারা গেছেন। তাঁর নাম ইদ্রিস আলী (২০)। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুর চর বালুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ভারত থেকে ৩০ থেকে ৪০টি হাতির একটি দল যদুরচর এলাকার রোপা আমন খেত নষ্ট করে চলছিল। গতকাল রাতেও একইভাবে একদল হাতি লোকালয়ে নেমে আসে। রোপা আমন খেতের ধান খাওয়া শুরু করলে স্থানীয়রা মশাল জ্বালিয়ে, পটকা ফুটিয়ে ও জেনারেটরের তার দিয়ে বিদ্যুতায়িত করে হাতি তাড়ানোর চেষ্টা করে। এ সময় হাতির পাল দেখতে যান ইদ্রিস আলী। হাতির দল ধাওয়া করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন জেনারেটরের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই ইদ্রিস আলী মারা যান। বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে ইদ্রিস আলী পেশায় ব্যবসায়ী ছিলেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।