যমুনায় জীবন যেমন

বগুড়ার যমুনা নদীর তীরবর্তী সারিয়াকান্দি উপজেলা । ১২টি ইউনিয়ন নিয়ে সারিয়াকান্দি উপজেলা । ৪৩২.৫৫ কিলোমিটার আয়তনের এই উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস । এই ১২টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত সারিয়াকান্দি উপজেলার প্রায় ৯টি ইউনিয়ন যমুনা নদীর ভাঙ্গন কবলিত । এখন শুকনো মৌসুম। ছবিতে দেখা যাক যমুনার শনপচার, কাজলা, বোহাইল, ডাকাতমারা, বাটির, চরঘাঘুয়া, পাকুরিয়া চরের বাসিন্দার জীবন ও জীবিকা।
১ / ৮
নৌকাতেই জীবন তাদের
নৌকাতেই জীবন তাদের
২ / ৮
নদীতে ভাঙন
নদীতে ভাঙন
৩ / ৮
চরছে গবাদি পশু
চরছে গবাদি পশু
৪ / ৮
প্রকৃতির রূপ
প্রকৃতির রূপ
৫ / ৮
এভাবে নদীতেই তাদের জীবন চলে
এভাবে নদীতেই তাদের জীবন চলে
৬ / ৮
যেকোনো কাজে অনেকটাই হাঁটতে হয়
যেকোনো কাজে অনেকটাই হাঁটতে হয়
৭ / ৮
দুশ্চিন্তায় কেটে যায় অনেক সময়
দুশ্চিন্তায় কেটে যায় অনেক সময়
৮ / ৮
পাখিদের ঘরে ফেরা
পাখিদের ঘরে ফেরা