আমরা কিছু দেশের মতো নাক গলাই না: রুশ রাষ্ট্রদূত

আশিক ইমরানকে চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগপত্র দিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ। ঢাকা, ১ ডিসেম্বর। ছবি: আয়েশা কবীর
আশিক ইমরানকে চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগপত্র দিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ। ঢাকা, ১ ডিসেম্বর। ছবি: আয়েশা কবীর

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাতভ বলেছেন, ‘আমরা কোনোভাবেই কারও পক্ষে নই। কিছু দেশের মতো অন্য দেশের সম্পর্কের বিষয়ে আমরা নাক গলাই না। বাংলাদেশের সঙ্গে যথেষ্ট ভালো ও স্থিতিশীল সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করেছি।’

আজ রোববার দুপুরে আলেক্সান্ডার ইগনাতভ ঢাকায় তাঁর বাসায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল নিয়োগ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশিক ইমরানকে এদিন চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক ও চীনের অঞ্চল ও পথের উদ্যোগ (বেল্ট অ্যান্ড রোড) আর এ অঞ্চলে চীনের উপস্থিতি বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যথেষ্ট ভালো ও স্থিতিশীল সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করেছি। বিভিন্ন খাতে সহযোগিতার মধ্য দিয়ে এ সম্পর্ক গড়ে উঠেছে। চীনের সঙ্গেও আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো। তাই চীনের উপস্থিতিতে আমরা কোনো হুমকি দেখি না। আমরা নয়া রেশম পথের ধারণাকে সমর্থন করি। কারণ, এই উদ্যোগ বিভিন্ন দেশের জন্য সহায়ক। কাজেই তাদের সমর্থন করা উচিত।’

আলেক্সান্ডার ইগনাতভ বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ হচ্ছে। দুই দেশের বাণিজ্যের পরিমাণ বেড়ে এ বছর ১৭০ কোটি ডলার হয়েছে, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি। দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম চট্টগ্রামে অনারারি কনসাল নিয়োগ করা হয়েছে। আমরা আশা করব, তাঁর মাধ্যমে চট্টগ্রামে আমাদের স্বার্থ দেখার দায়িত্বটা সুচারুভাবে হবে।’ তিনি জানান, এ বছরের শুরুতে চট্টগ্রামে রাশিয়ার কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলে তা আবার চালু করা হবে।

বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক বিষয়ে আলেক্সান্ডার ইগনাতভ বলেন, ‘আমাদের রাজনৈতিক সম্পর্ক বেশ ভালো। বাণিজ্য, অর্থনীতি ও বৈজ্ঞানিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে একটি কমিশন রয়েছে। কয়েক সপ্তাহ আগে ঢাকায় কমিশনের বৈঠক হয়েছে।’