তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ট্রেনের ধাক্কায় নিহত শিশু হাসান। ছবি: সংগৃহীত
ট্রেনের ধাক্কায় নিহত শিশু হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মো. হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হাসান কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পিপুলিয়া গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।

হাসানের চাচা শাহজাহান বলেন, শিশুটি মা–বাবার সঙ্গে নাখালপাড়া রেললাইনের পাশেই থাকত। রোববার দুপুরে অসাবধানতাবশত রেললাইনের কাছে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টায় মারা যায় সে।

শিশুটির মা সখিনা বেগম বলেন, ‘আমি ঘরে কাজ করছিলাম, এই ফাঁকে হাসান খেলতে বের হয়। কিছুক্ষণ পর শুনি সে চলন্ত ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে পড়ে আছে।’

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।