শীতের টাটকা সবজি

>

সিলেটে শীতের সবজির চাহিদা মেটাচ্ছেন স্থানীয় চাষিরা। সিলেটের টুকেরবাজার এলাকায় সবজি চাষের খ্যাতি রয়েছে। শীত মৌসুমে টুকেরবাজার এলাকাসহ বিভিন্ন গ্রামে স্থানীয়ভাবে সবজি চাষ করার চাহিদা দিন দিন বাড়ছে। এসব সবজি চাষে দামও ভালো পাচ্ছেন তাঁরা। খেত থেকে সবজি তুলে সুরমা নদী দিয়ে নৌকায় করে টুকেরবাজারে নিয়ে আসেন চাষিরা। এখান থেকে পাইকারি ও খুচরা বিকিকিনি চলে। এসব সবজির সরবরাহ ও বিকিকিনির কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

নদী পথে আসছে সবজি
নদী পথে আসছে সবজি
ঘাট থেকে বাজারে নেওয়া হচ্ছে শাকসবজি
ঘাট থেকে বাজারে নেওয়া হচ্ছে শাকসবজি
শাকের বাজারের বিক্রির অপেক্ষায় বিক্রেতারা
শাকের বাজারের বিক্রির অপেক্ষায় বিক্রেতারা
সতেজ কচি লাউ নিয়ে আসা হয়েছে
সতেজ কচি লাউ নিয়ে আসা হয়েছে
টক টক স্বাদের এই পাকা টমেটোর বিশেষ চাহিদা রয়েছে
টক টক স্বাদের এই পাকা টমেটোর বিশেষ চাহিদা রয়েছে
সাজিয়ে রাখা হয়েছে মুলা
সাজিয়ে রাখা হয়েছে মুলা
এসেছে ওলকপি
এসেছে ওলকপি
পাইকারি দরে সবজি কিনে গন্তব্যে যেতে রিকশাভ্যানে তোলা হয়েছে
পাইকারি দরে সবজি কিনে গন্তব্যে যেতে রিকশাভ্যানে তোলা হয়েছে