নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক পুকুরে, একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমজুর হাট এলাকায় আজ সোমবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম মোহাম্মদ শাকিল (২৫)। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবন নির্মাণের মালবোঝাই একটি ট্রাক পটিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে।

পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সৌমেন বড়ুয়া প্রথম আলোকে বলেন, পটিয়া হাইওয়ে পুলিশ রেকার দিয়ে পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস লোহার পাইপের নিচ থেকে শ্রমিক মোহাম্মদ শাকিলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে লোহার পাইপভর্তি ট্রাকটি পুকুরে পড়ে যায়। গাড়িটিতে পাঁচ থেকে ছয়জন ছিলেন। গাড়িটি পুকুরে পড়ে যাচ্ছে দেখে তাঁরা লাফ দেন। এ সময় শাকিল নামের একজন পাইপের নিচে পড়ে মারা যান। বাকিরা সামান্য আহত হয়েছেন।