শাহজালালে ৪ কোটি টাকার সোনাসহ আটক ১

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা পাচার করে আনার অভিযোগে হিমেল খান নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর পিঠব্যাগে ৭২টি সোনার বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

কাস্টম হাউস বলছে, আটক স্বর্ণের ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

জব্দ করা সোনাসহ আটক যাত্রী হিমেল খান। ছবি: কাস্টমস হাউসের সৌজন্যে
জব্দ করা সোনাসহ আটক যাত্রী হিমেল খান। ছবি: কাস্টমস হাউসের সৌজন্যে

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের যাত্রী হিমেল খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়।

জব্দ করা সোনার বার। ছবি: কাস্টম হাউসের সৌজন্যে
জব্দ করা সোনার বার। ছবি: কাস্টম হাউসের সৌজন্যে

হিমেলকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জব্দ করা সোনার বিষয়ে প্রচলিত শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।