হাইকোর্টের দুটি শাখায় ২০ জনকে বদলি

ফাইল ছবি
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি শাখার প্রায় ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে। তাঁরা হাইকোর্টের বিভিন্ন শাখায় বদলি হয়েছেন। গত রোববার ও গতকাল সোমবার এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় বলে সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ কর্মকর্তা বলেন, অ্যাফিডেভিট ও ফাইলিং শাখার কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হয়েছে। তবে এভাবে একসঙ্গে এত কর্মকর্তা ও কর্মচারীর বদলির ঘটনা আগে ঘটেনি।

সুপ্রিম কোর্ট প্রশাসনের আরেকটি সূত্র জানায়, প্রশাসনিক কাজের সুবিধার জন্য এটা করা হয়েছে। হাইকোর্টের যেসব শাখায় লোকবল কম, বদলি করা কর্মকর্তা-কর্মচারীদের সেখানে পদায়ন করা হয়েছে। বদলির এ তালিকায় অ্যাফিডেভিট কমিশনার, ফাইলিং শাখার সুপার, এমএলএসএসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন।