ট্রেনের বগিতে রাখা ব্যাগে নবজাতকের লাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে মেইল ট্রেনের বগিতে রেখে যাওয়া একটি ব্যাগ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাতে রেলওয়ে পুলিশ শহরের বাজার রেলওয়ে স্টেশনে ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জে আসা ৬ আপ মেইল ট্রেনের বগি থেকে লাশটি উদ্ধার করে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন প্রথম আলোকে বলেন, মেইল ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনে পৌঁছালে পুলিশ তল্লাশি চালায়। তখন ট্রেনটির শেষে ‍‍‍‍‍ক বগিতে একটি সিটের ওপর ফেলে রাখা একটি ব্যাগ পাওয়া যায়। পরে ওই ব্যাগটি খোলার পর সেখান থেকে সাদা কাপড়ে মোড়ানো নবজাতক এক কন্যা শিশুর লাশ দেখতে পায় পুলিশ। তিনি আরও জানান, ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছার পর এক নারী জানালা দিয়ে ব্যাগটি রেখে গেছে বলে প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন। তবে ওই নারী আর ট্রেনে ওঠেননি। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম সিরাজগঞ্জের মাধ্যমে লাশটি দাফন করা হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।