বিলের জলে 'বাউত উৎসব'

>

কুয়াশাঢাকা শীতের ভোরে আকাশ ফরসা হতেই বিলের দিকে সার বেঁধে রওনা হলেন তাঁরা। কারও কাঁধে পলো, কারও হাতেবা ঠেলা জাল। মাছ ধরার আরও সরঞ্জাম রয়েছে অন্যদের হাতে। নানা বয়সী মানুষের এই হল্লা করে যাত্রা শেষ হলো। পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুল বিলে। তারপর সবাই যে যাঁর মতো নেমে গেলেন বিলের পানিতে মাছ শিকারে। আঞ্চলিক ভাষায় দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম ‘বাউত উৎসব’।
মাছ ধরার এ উৎসবের কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।

মাছ ধরার সরঞ্জাম নিয়ে সবাই বিলের দিকে যাচ্ছেন
মাছ ধরার সরঞ্জাম নিয়ে সবাই বিলের দিকে যাচ্ছেন
জাল নিয়ে পানিতে নামার আয়োজন
জাল নিয়ে পানিতে নামার আয়োজন
পলো নিয়ে মাছ শিকার
পলো নিয়ে মাছ শিকার
জমে উঠেছে মাছ ধরার উৎসব
জমে উঠেছে মাছ ধরার উৎসব
ঝপাঝপ পলো ফেলা হচ্ছে পানিতে
ঝপাঝপ পলো ফেলা হচ্ছে পানিতে
ধরা হয়েছে শোল–বোয়াল
ধরা হয়েছে শোল–বোয়াল
মাঝারি আকারের দুটি গজার
মাঝারি আকারের দুটি গজার
নলা মাছ ধরে বেঁধে রাখা হয়েছে কোমরে
নলা মাছ ধরে বেঁধে রাখা হয়েছে কোমরে
মাছ ধরা শেষে শরীরটাকে একটু গরম করে নেওয়া
মাছ ধরা শেষে শরীরটাকে একটু গরম করে নেওয়া