সিরাজগঞ্জে প্রি-পেইড মিটার বাতিলের প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। আজ বুধবার সকালে শহরে প্রেসক্লাবের নাজমুল চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক রাজার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহাম্মেদ, জেলা বিএমএর সাবেক সভাপতি আকরামুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, বেসরকারি-হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির যুগ্ম সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আবু বকর ভূঁইয়া, আবু এহিয়া খান, নব কুমার কর্মকার, কৃষক লীগ নেতা ফুলাদ হায়দার খান প্রমুখ। তাঁরা বলেন, নেসকো কোম্পানি লিমিটেড প্রি-প্রেইড মিটার পরিবর্তন করে অ্যানালগ মিটার স্থাপনের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এতে বিদ্যুতের গ্রাহকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হবেন।

মানববন্ধন কর্মসূচি থেকে সিরাজগঞ্জে প্রি-প্রেইড মিটার বহাল রাখা, বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও গ্রাহকদের হয়রানি বন্ধ করা, গ্রাহক সেবার মান উন্নয়ন করা, গ্রাহক অভিযোগ দ্রুত নিরসন করা, সার্বিক বিতরণ ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।