লুটেরা ও আগুন-সন্ত্রাসীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্য দেন। ঢাকা, ০৪ ডিসেম্বর। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্য দেন। ঢাকা, ০৪ ডিসেম্বর। ছবি: ফোকাস বাংলা

খুনি, আগুন-সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী ও এতিমের টাকা লুটকারীরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি আমার আহ্বান, আগুন-সন্ত্রাসী, গ্রেনেড হামলাকারী, এতিমের অর্থ আত্মসাৎকারী, সুদখোর ও ঘুষখোরেরা যাতে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন।’

প্রধানমন্ত্রী আজ বুধবার তাঁর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ এগিয়ে যায় ও মর্যাদা অর্জন করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ও তাঁর স্ত্রী খালেদা জিয়ার মতো অন্যদের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। তিনি বলেন, ‘বরং বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন দেশ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও দুর্ভিক্ষের দিকে এগিয়ে গেছে।’

খালেদা জিয়াকে সন্ত্রাসবাদের গডফাদার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাসের মাধ্যমে নিরীহ মানুষদের হত্যা করার চেয়ে বড় কোনো সন্ত্রাস নেই। খালেদা জিয়ার নির্দেশে পরিচালিত আগুন-সন্ত্রাসে পুলিশ সদস্যসহ প্রায় ৫০০ লোক নিহত এবং ৩ হাজারের বেশি আহত হয়েছে।’