সোনারগাঁয়ে কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়

সোনারগাঁ উপজেলার সাদিপুর বড়বাড়ি গ্রামে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়া গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল তোলা।   ছবি: প্রথম আলো
সোনারগাঁ উপজেলার সাদিপুর বড়বাড়ি গ্রামে কৃষকদের ফসলি জমির মাটি কেটে নেওয়া গর্তের সৃষ্টি হয়েছে। গতকাল তোলা। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর বড়বাড়ি এলাকার কৃষকদের জমির মাটি স্থানীয় একটি প্রভাবশালী চক্র বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় কৃষকেরা জানান, এক মাস ধরে উপজেলার সাদিপুর বড়বাড়ি গ্রামের কৃষকদের ফসলি জমির মাটি ১০ থেকে ১৫ ফুট গর্ত করে কেটে ট্রাকে তুলে স্থানীয় কয়েকটি ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় ২০-২৫ জনের একটি প্রভাবশালী চক্র জড়িত।

জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগপত্রে কৃষকেরা উল্লেখ করেন, মাটি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দিয়ে কৃষকদের জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে দিচ্ছে। মাটিসন্ত্রাসীরা কৃষকদের ফসলি জমির মাটি কেটে ট্রাকে নেওয়ার জন্য সাদিপুর গ্রামের বাসিন্দাদের বাড়ির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করেছে। তা ছাড়া এলজিইডির অধীনে নির্মিত সড়ক ব্যবহার করে মাটির ট্রাক চলাচল করায় কার্পেটিং করা সড়কের বিভিন্ন স্থান ভেঙে গেছে। ট্রাকে করে মাটি নেওয়ার সময় ধুলাবালি উড়তে থাকে। এতে স্থানীয় নলেজ কিং কলেজ ও সাদিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবগত করেও কোনো ফল পাওয়া যায়নি। কারণ, মাটি সন্ত্রাসীরা ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে এসব অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাদিপুর গ্রামের কৃষক আলী হোসেন বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুম শুরু হওয়ার পর মাটিসন্ত্রাসীরা আমাদের ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নিয়ে ইটভাটায় বিক্রি করে দেয়। মাটি কাটা বন্ধের জন্য পাঁচ বছর ধরে কৃষকেরা একাধিকবার মানববন্ধন করেন। প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। কিন্তু প্রশাসন দু-এক দিন লোকদেখানো অভিযান পরিচালনা করে। পরে আবারও শুরু হয় মাটি চুরির উৎসব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, ‘কৃষকদের ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার বিষয়ে ইতিমধ্যে অভিযোগ পেয়েছি। দু-এক দিনের মধ্যে এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’