পঞ্চগড়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। উপজেলার নগর সাকোয়া এলাকার বোদা-দেবীগঞ্জ সড়কে শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক জাহাঙ্গীর আলম (৪২) ও অটোরিকশার যাত্রী সবুজ রায় (২৬)। এ ছাড়া অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন দেবীগঞ্জ উপজেলার আলমগীর হোসেন (২৫) এবং তপন রায় (২২)।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশায় করে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় নগর সাকোয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশার ভেতরে চাপা পড়াদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে মারা যান সবুজ।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হায়দার মো. আশরাফুজ্জামান প্রথম আলোকে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।