কুষ্টিয়ায় ছুরিকাঘাতে তরুণ নিহত, আটক ৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবিন্দপুর গ্রামে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত তরুণের নাম মান্না খাঁ (২০)। তিনি চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জামাল খাঁর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

পদ্মা নদীর ওপারে পাবনা শহর সংলগ্ন চরসাদিপুর ইউনিয়ন অবস্থিত। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় গোবিন্দপুর গ্রামে স্থানীয়দের আয়োজনে ওয়াজ মাহফিল চলছিল। এ সময় কয়েকজন যুবক মাহফিল চত্বরের পাশে সড়কের ওপর জড়ো হয়ে বিশৃঙ্খলা করছিলেন। মাহফিলে থাকা লোকজন শৃঙ্খলা ফেরাতে কাজ করছিলেন। এ সময় সেখানে মান্না খাঁ ছিলেন। তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন কয়েকজন যুবক। একপর্যায়ে তাঁরা মান্নাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উত্তেজিত জনতা ছুরিসহ চারজনকে আটকে পুলিশে খবর দেয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। চারজনকে আটক করা হয়েছে। তাদের সবার বাড়ি পাবনাতে। থানায় হত্যা মামলা করা হবে।