চট্টগ্রামে আ. লীগের সম্মেলন শুরুর আগে চেয়ার ছোড়াছুড়ি

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনের আগে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনের আগে আজ শনিবার সকালে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনের আগে আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে দুই পক্ষে এক দফা চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। নগরের লালদীঘি মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্মেলনের শুরুতে বিভিন্ন নেতার নামে স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি হয়। তবে পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে তা থেমে যায়। কোন দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়, তা জানা যায়নি। এতে কেউ আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

এই ঘটনার পর সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মোশাররফ হোসেন উপস্থিত হন। পরে বেলা সোয়া ১১টার দিকে তিনি দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মোশাররফ হোসেন বলেন, ‘নেত্রী চান পরিচ্ছন্ন নেতা-কর্মী। পরিচ্ছন্ন নেতাদের কমিটিতে আনা হবে। কমিটিতে এসে চাঁদাবাজি করেন, এমন নেতার দরকার নেই।’