চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের নেতৃত্বে সালাম-আতাউর

এম এ সালাম (ডান থেকে দ্বিতীয়) ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান (বাম থেকে তৃতীয়)।
এম এ সালাম (ডান থেকে দ্বিতীয়) ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান (বাম থেকে তৃতীয়)।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভোটাভুটিতে এম এ সালাম সভাপতি ও শেখ আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ৩৫২ জন কাউন্সিলর এতে ভোট দেন।

সন্ধ্যা ছয়টায় নগরের কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভাপতি পদে এম এ সালাম ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী পান ১২৯ ভোট। এক ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। একমাত্র প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছন ১৫৪ ভোট।

আজ শনিবার নগরের লালদিঘি মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।

এই সম্মেলন উদ্বোধনের আগে সকালে এক দফা চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছিল । পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে এলে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।