বিমানবন্দরের শৌচাগার থেকে সোনা উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারের ডাস্টবিন থেকে সোনার ১২টি বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ টাকা।

আজ শনিবার দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস লাউঞ্চের শৌচাগারের ডাস্টবিন থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেট-লন্ডন, দুবাই-সিলেট ও অভ্যন্তরীণ আরও কয়েকটি ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তিনটি বিমানের প্রায় ৭০০ যাত্রী ছিলেন। দুপুর ১২টার দিকে কাস্টমস লাউঞ্চের শৌচাগারের ডাস্টবিন থেকে কর্মকর্তারা সোনার বার উদ্ধার করেন। পরে সেগুলো জব্দ দেখানো হয়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা আলী আজগর প্রথম আলোকে বলেন, জব্দকৃত সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।