শারমিনের বন্ধু সৈকতকে রিমান্ডে চায় পুলিশ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন হত্যা মামলায় আব্দুর রহমান সৈকতকে আদালতে হাজির করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন হত্যা মামলায় আব্দুর রহমান সৈকতকে আদালতে হাজির করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালত, ঢাকা, ৮ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী রুবাইয়াত শারমিনের মৃত্যুর ঘটনায় তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ডিবি।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) ওবায়দুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শারমিনের ঘনিষ্ঠ বন্ধু আবদুর রহমান ওরফে সৈকতকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আগে জানিয়েছিল পুলিশ।

গত শুক্রবার রাতে সৈকতকে আটক করে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়। আজ তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

পুলিশ বলছে, সৈকতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আজ রোববার দুপুরে তাঁকে ডিবি কার্যালয় থেকে ঢাকা মুখ্য মহানগর আদালতে পাঠানো হয়েছে।

রুবাইয়াত শারমিন স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

গত বুধবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার রাস্তা থেকে প্রথমে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার রাতে স্বজনেরা রমনা থানায় লাশের ছবি দেখে শারমিনের পরিচয় শনাক্ত করেন।

লাশ উদ্ধারের পর থেকে শারমিনের পরিবার ও সহপাঠীরা একে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।

তবে শারমিনের মৃত্যুর বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছার মতো তথ্য এখনো বের করতে পারেনি পুলিশ।