দলে এখনো 'মোশতাকদের' পদচারণ: এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মনে করেন, আওয়ামী লীগে এখনো মোশতাকদের (খন্দকার মোশতাক আহমেদ) পদচারণ রয়েছে। তাঁদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের মধ্যেও একটি মহল রয়েছে, যারা মুখে মুখে আওয়ামী লীগ করে—এমন মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, তাঁরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনাও মানেন না। এমনকি নির্বাচন এলে তাঁরা দলীয় প্রতীকের বিরোধিতা করেন।

আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় কলকলিয়া বাজারে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল করিম।

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো বলেও মনে করেন এম এ মান্নান। বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ উপহার দিয়েছে সমৃদ্ধ বাংলাদেশ।’

পরিকল্পনামন্ত্রী বলেন, একটি মহল বাংলাদেশের অগ্রগতি মেনে নিতে চায় না। মহলটি নানা অপপ্রচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার পাঁয়তারায় লিপ্ত।

তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আগামী ১০ বছর পর বাংলাদেশ হবে স্বপ্নের দেশ। লন্ডন, আমেরিকার মতো উন্নত রাষ্ট্রের চেয়ে কোনো অংশে বাংলাদেশ পিছিয়ে থাকবে না।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ ও শফিকুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম ও নুরুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।