৮ দিন ধরে পানির অপেক্ষায়

মাওয়ার পদ্মা-জশলদিয়া শোধনাগারে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরান ঢাকার বিভিন্ন এলাকায় আট দিন ধরে তীব্র পানিসংকট দেখা দিয়েছে। ঝিলমিল এলাকার উন্নয়নকাজ করতে গিয়ে ১ ডিসেম্বর পাইপলাইনের দুটি জায়গায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ কারণে ওয়াসার ২ নম্বর জোনে পানি সরবরাহ বন্ধ। ওয়াসা জানিয়েছে, আগামী সপ্তাহ ছাড়া এ পাইপলাইন মেরামত সম্ভব নয়। এতে কোতোয়ালি থানার তাঁতীবাজার, শাঁখারীবাজার, সুতারনগর, পান্নিটোলাসহ ৩৬ নম্বর ওয়ার্ডের আশপাশ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজনকে দৈনন্দিন প্রয়োজন মেটাতে প্রতি কলস পানি ২০ থেকে ৬০ টাকাতেও কিনে নিতে হচ্ছে।
পান্নি টোলা সমাজসেবা অধিদপ্তরের চাপকলে পানির জন্য কলস রেখে লাইন দিয়েছে অনেকে
পান্নি টোলা সমাজসেবা অধিদপ্তরের চাপকলে পানির জন্য কলস রেখে লাইন দিয়েছে অনেকে
চাপকল ও পাম্প থেকে পানি সংগ্রহ করে টাকার বিনিময়ে অনেকে দোকান বা বাসায় দিয়ে আসেন
চাপকল ও পাম্প থেকে পানি সংগ্রহ করে টাকার বিনিময়ে অনেকে দোকান বা বাসায় দিয়ে আসেন
রাধিকা মোহন বসাক লেনের চাপকলেও একই দৃশ্য
রাধিকা মোহন বসাক লেনের চাপকলেও একই দৃশ্য
কখন নিজের পালা আসে সেই অপেক্ষায়
কখন নিজের পালা আসে সেই অপেক্ষায়
নিচ তলা থেকে এক তলায় প্রতি কলস পানির দাম ২০ টাকা, পরে প্রতি তলায় বাড়বে আরও ১০ টাকা করে
নিচ তলা থেকে এক তলায় প্রতি কলস পানির দাম ২০ টাকা, পরে প্রতি তলায় বাড়বে আরও ১০ টাকা করে
অনেকে চাহিদা মতো নিজেই পানি সংগ্রহ করতে আসেন
অনেকে চাহিদা মতো নিজেই পানি সংগ্রহ করতে আসেন
কোতোয়ালি রোডের এক মাদ্রাসা থেকে পাম্পের পানি সংগ্রহ করছেন অনেকে
কোতোয়ালি রোডের এক মাদ্রাসা থেকে পাম্পের পানি সংগ্রহ করছেন অনেকে
এখানে বোতল বা জার প্রতি দিতে হবে ১০-১২ টাকা
এখানে বোতল বা জার প্রতি দিতে হবে ১০-১২ টাকা
সংগ্রহ করা জারের পানি চলে যায় কোতোয়ালি ও বংশাল থানার বিভিন্ন এলাকায়
সংগ্রহ করা জারের পানি চলে যায় কোতোয়ালি ও বংশাল থানার বিভিন্ন এলাকায়