সিলেটে ছাদবাগানে গাঁজা চাষ

সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকার একটি ছাদবাগানে গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাবের একটি দল। ছবি: প্রথম আলো
সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকার একটি ছাদবাগানে গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়েছে র‌্যাবের একটি দল। ছবি: প্রথম আলো

সিলেট শহরতলির খাদিমপাড়া এলাকার একটি ছাদবাগানে গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা। গতকাল সোমবার রাতে সিলেট সদর উপজেলার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে মহানগরের শাহপরান থানার খাদিমপাড়া এলাকার ৭ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা ছাদবাগান থেকে চারটি বড় আকারের গাঁজার গাছ জব্দ করেছেন। এসব গাঁজাগাছ কয়েক হাত লম্বা ছিল। এ সময় অবৈধভাবে গাঁজার চারা রোপণের অভিযোগে মো. আবুল কালাম আজাদ (৩৫) নামে বাসার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসার ছাদে গাঁজাগাছ লাগিয়ে বিক্রি করা হতো বলে র‌্যাব জানতে পেরে অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান। এ ব্যাপারে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) মো. মনিরুজ্জামান বলেন, আসামি ও জব্দকৃত গাঁজা শাহপরান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।