শামুকখোলের ঝাঁক

>

শামুকখোল সারসের মতো বড় আকারের জলচর প্রাণী। ঠোঁট বড় ও পাশ থেকে খানিকটা চাপা। সাদা-কালো বর্ণের পাখির দেখা মিলেছে গ্রামের মাঠে। বোরো ধান কেটে নিয়েছেন কৃষকেরা। খেতে জমে থাকা পানিতে শামুকের বিচরণ। এসব খেতে শামুকখোল পাখির আনাগোনা। তারই কিছু ছবি।

দূরের গ্রামে উড়ে যাচ্ছে শামুকখোল পাখি। লক্ষ্মীকোলা, শাজাহানপুর, বগুড়া
দূরের গ্রামে উড়ে যাচ্ছে শামুকখোল পাখি। লক্ষ্মীকোলা, শাজাহানপুর, বগুড়া
খাবার খুঁজছে শামুকখোল পাখি
খাবার খুঁজছে শামুকখোল পাখি
দূর আকাশে উড়ছে শামুকখোল
দূর আকাশে উড়ছে শামুকখোল
একঝাঁক পাখি
একঝাঁক পাখি
ডানা মেলে উড়ছে শামুকখোল
ডানা মেলে উড়ছে শামুকখোল
খাবারের খোঁজে
খাবারের খোঁজে
খাবারের জন্য অপেক্ষা
খাবারের জন্য অপেক্ষা
নীড়ে ফিরে যাওয়া
নীড়ে ফিরে যাওয়া