অজয় রায়ের প্রতি শেষ শ্রদ্ধা

>পদার্থবিদ অধ্যাপক অজয় রায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকালে তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের আগে এ মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়। সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় অজয় রায়ের মরদেহের পাশে ছিলেন তাঁর ছোট ছেলে অনুজিৎ রায় ও অন্যরা।
অজয় রায়ের মরদেহ রাখার জন্য তৈরি করা হয়েছে বেদি।
অজয় রায়ের মরদেহ রাখার জন্য তৈরি করা হয়েছে বেদি।
শ্রদ্ধা নিবেদন করতে অপেক্ষা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যক্তিরা।
শ্রদ্ধা নিবেদন করতে অপেক্ষা করছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ব্যক্তিরা।
অজয় রায়কে বহনকারী কফিন আনা হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণে।
অজয় রায়কে বহনকারী কফিন আনা হচ্ছে শহীদ মিনার প্রাঙ্গণে।
রাষ্ট্রীয়ভাবে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
রাষ্ট্রীয়ভাবে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষাবিদ আনিসুজ্জামান।
শ্রদ্ধা নিবেদন করছেন শিক্ষাবিদ আনিসুজ্জামান।
শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম।
শ্রদ্ধা জানাচ্ছেন অধ্যাপক নজরুল ইসলাম।
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।