পদ্মা সেতুর ২৭০০ মিটার এখন দৃশ্যমান

পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। আজ বুধবার সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে স্প্যান।

এ নিয়ে পদ্মা সেতুর ১৮টি স্প্যান বসানোর কাজ সম্পন্ন হলো। সব মিলিয়ে সেতুর ২ হাজার ৭০০ মিটার অংশ এখন দৃশ্যমান।

পদ্মা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আজ বেলা একটার দিকে ১৮ তম স্প্যানটি বসানো হয়।

পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত

মাত্র ২১ দিনের ব্যবধানে তিনটি স্প্যান পদ্মা সেতুর ওপর বসানো হলো।

চলতি ডিসেম্বর মাসে আরও দুটি স্প্যান বসানো হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর ২১ ও ২২ নম্বর পিয়ারের ওপর একটি এবং ২৫ ডিসেম্বর ৩২ ও ৩৩ নম্বর পিয়ারের ওপর আরেক একটি স্প্যান বসানো হবে।

পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর সর্বমোট ৪২টি পিয়ারের মধ্যে ৩৫টি পিয়ার নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি সাতটি পিয়ার আগামী তিন মাসের মধ্যে করা যাবে বলে আশাবাদী সেতুর প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাতটি পিয়ার নির্মাণের কাজ চলার পাশাপাশি অন্য পিয়ারগুলোতে স্প্যান বসানোর কাজ চলবে বলে জানান কর্মকর্তারা।

পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর ১৭ ও ১৮ নম্বর পিয়ারের ওপর আজ বুধবার বসানো হয়েছে স্প্যান। ছবি: সংগৃহীত

প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রতি মাসেই এখন থেকে দুই থেকে তিনটি স্প্যান বসানো হবে।