কুষ্টিয়ার সুস্বাদু তিলের খাজা

>

কুষ্টিয়ার সুস্বাদু তিলের খাজার খ্যাতি অনেক। জেলার সীমানা ছাড়িয়ে বেশ কয়েক বছর ধরে কুষ্টিয়ার তিলের খাজা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। চিনি, তিল ও দুধ দিয়ে তৈরি করা হয় এই খাজা। ৪৬ বছর ধরে কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কয়েকটি কারখানায় সব মৌসুমে এ খাজা তৈরি হয়ে আসছে। হাতে তৈরি খাজা রাতে তৈরি হয়ে পরের দিন সকাল থেকে বাজার, বাসস্ট্যান্ড এলাকাতে বিক্রি হয়। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় রয়েছে একাধিক কারখানা। প্রতি কড়াইয়ে ৭ কেজি চিনি, পানি মেশানো দুধ আধা লিটার, পানি ৪ লিটার, দেড় কেজি তিল আর প্রয়োজনমতো এলাচ দেওয়া হয়। এতে প্রায় ৮ কেজি খাজা হয়। খাজা তৈরির ছবি নিয়ে আজকের ছবির গল্প

চুলায় চিনি জ্বাল দিয়ে সিরা তৈরি হচ্ছে।
চুলায় চিনি জ্বাল দিয়ে সিরা তৈরি হচ্ছে।
সিরাগুলো আটকিয়ে টানা হয়। এতে সিরার ভেতর ফাঁপা থাকে।
সিরাগুলো আটকিয়ে টানা হয়। এতে সিরার ভেতর ফাঁপা থাকে।
দুই প্রান্ত হাতে ধরে টেনে লম্বা করা হচ্ছে।
দুই প্রান্ত হাতে ধরে টেনে লম্বা করা হচ্ছে।
কাঠের পাটাতনে রেখে নির্দিষ্ট আকারে খাজা কাটা হচ্ছে।
কাঠের পাটাতনে রেখে নির্দিষ্ট আকারে খাজা কাটা হচ্ছে।
খাজা কাটার পর রাখা হয়েছে।
খাজা কাটার পর রাখা হয়েছে।
তিল মাখানো হচ্ছে।
তিল মাখানো হচ্ছে।
মালিকসহ কর্মচারীরা কাটা খাজাতে তিল মাখানোর কাজ করছেন।
মালিকসহ কর্মচারীরা কাটা খাজাতে তিল মাখানোর কাজ করছেন।
তিল মাখানো খাজা তৈরি।
তিল মাখানো খাজা তৈরি।
প্যাকেট প্রস্তুত বিক্রির জন্য।
প্যাকেট প্রস্তুত বিক্রির জন্য।