গণহত্যার বিচারে আশাবাদী মাহাথির

মাহাথির মোহাম্মদ
মাহাথির মোহাম্মদ

রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় মিয়ানমারের কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। একই সঙ্গে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হওয়ায় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন মাহাথির। আইসিজেতে বিচার শুরু সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আশা করছি, সেখানে যে গণহত্যা ঘটেছিল, সেই বিষয়টি তথ্য-উপাত্ত দিয়ে ব্যাখ্যা করতে এবং স্বীকৃতি আদায়ে সক্ষম হবেন তাঁরা। আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে এক বা একাধিক উপায়ে সাড়াও পাবেন তাঁরা।’

এ ছাড়া সাক্ষাৎকারে মাহাথির বলেছেন, তিনি উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমের জন্য পদত্যাগ করবেন। যদিও তা আগামী নভেম্বরের আগে নয়।

আনোয়ারের বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এরপরও তাঁর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন কি না, জানতে চাইলে মাহাথির বলেন, ‘আমি ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তা রাখব।’