সূর্য ওঠার আগেই আইসিজের সামনে সু চির পক্ষে জমায়েত

সূর্য ওঠার আগেই সু চির পক্ষে আইসিজের সামনে জমায়েত হন মিয়ানমারের নাগরিকেরা। ছবি: কামাল আহমেদ
সূর্য ওঠার আগেই সু চির পক্ষে আইসিজের সামনে জমায়েত হন মিয়ানমারের নাগরিকেরা। ছবি: কামাল আহমেদ

সূর্য ওঠার আগেই মিয়ানমারের নেত্রী অং সান সু চির সমর্থনে নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসের সামনে দেশটির নাগরিকেরা জমায়েত হয়েছেন। সেখানে একজন বৌদ্ধ ভিক্ষুকেও দেখা যায়। তিনি মিয়ানমারের একটি টিভি চ্যানেলে সরাসরি সাক্ষাৎকার দেন।

জমায়েত হওয়া মিয়ানমারের নাগরিকদের হাতে সু চির ছবির সঙ্গে ‘আমরা আছি তোমার পাশে’ (উই স্ট্যান্ড উইথ ইউ) স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল।

রোহিঙ্গা গণহত্যার বিচার দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গতকাল মঙ্গলবার শুরু হয়। প্রথম দিন মামলার বাদীপক্ষ গাম্বিয়া ও তাঁদের আইনজীবীরা বক্তব্য দেন।

সূর্য ওঠার আগেই সু চির পক্ষে আইসিজের সামনে জমায়েত হন মিয়ানমারের নাগরিকেরা। ছবি: কামাল আহমেদ
সূর্য ওঠার আগেই সু চির পক্ষে আইসিজের সামনে জমায়েত হন মিয়ানমারের নাগরিকেরা। ছবি: কামাল আহমেদ

আজ বুধবার মিয়ানমার বক্তব্য দেবে। মিয়ানমারের পক্ষে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির বক্তব্য দেওয়ার কথা আছে।

আজ সূর্য ওঠার আগেই মিয়ানমারের নাগরিকেরা আইসিজের সামনে জড়ো হতে শুরু করেন। এখানে সূর্য ওঠে সকাল ৮টা ৪০ মিনিটে।

মামলায় মিয়ানমারের এজেন্ট হিসেবে আজ আদালতে হাজির হচ্ছেন অং সান সু চি। তবে বিকল্প এজেন্ট হিসেবে রয়েছেন স্টেট কাউন্সেলরের দপ্তরের ইউনিয়নমন্ত্রী চ টিন্ট সোয়ে। বিকল্প এজেন্ট নিয়োগের কারণে শেষ পর্যন্ত সু চি বক্তব্য দেবেন কি না বা দিলে কতটা বক্তব্য দেবেন, তা নিশ্চিত নয়।

মিয়ানমারের পক্ষে অন্য যেসব আইনজীবী প্রতিনিধিত্ব করছেন, তাঁরা হলেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতামন্ত্রী ট টিন, যুক্তরাজ্যের এসেক্স চেম্বারসের ক্রিস্টোফার স্টকার, মিডলসেক্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকার বিষয়ের অধ্যাপক উইলিয়াম সাবাস, কুইন মেরি ইউনিভার্সিটির আন্তর্জাতিক আইনের পাবলিক ইন্টারন্যাশনাল ল’র অধ্যাপক ও কেনিয়ার হাইকোর্টের আইনজীবী মিস ফোবে ওকোয়া, হার্ভার্ডের আন্তর্জাতিক আইনের অধ্যাপক অ্যান্ড্রিয়াস জিমারম্যান এবং যুক্তরাজ্যের এসেক্স চেম্বারসের মিস ক্যাথেরিন ডবসন।