দুই মামলায় মির্জা ফখরুলসহ ১৩৫ জন আসামি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

রাজধানীতে হাইকোর্ট এলাকায় তিনটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাগ থানায় পুলিশের করা দুই মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩৫ নেতাকে আসামি করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার বিষয় নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী ও শামসুর রহমান পৃথক দুটি মামলা করেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন বুধবার বিকেলে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ গেট ও পূর্ত ভবনের উল্টো পাশের গেটের সামনে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে কেউ হতাহত হননি। পুড়ে যাওয়া মোটরসাইকেলের মালিকানাও দাবি করেননি কেউ।

এজাহারে বলা হয়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ও রায়কে প্রভাবিত করতে এবং বিচার বিভাগকে চাপ প্রয়োগের নিমিত্তে মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে। আসামিরা ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

আসামিদের মধ্যে আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন, আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির (খোকন), এএম মাহবুব উদ্দিন, হাবিব উন নবী খান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।