'ছোট পাখি ছোট পাখি, কিচি-মিচি ডাকি ডাকি'

>

হট্রিটি ছোট আকারের পাখি। মাথায় ঝুঁটি। চওড়া ডানা। পাখিগুলো উন্মুক্ত প্রান্তরে খোলামাঠে ঘন ঘন উড়ে বেড়ায়। চিৎকার চেঁচামেচিতে কান পাঁতা দায়। শীতকালে বেশি কদর্মাক্ত স্থানে ওদের দেখা যায় । কীটপতঙ্গ , কৃমিকীট ও অমেরুদণ্ডী খাবার খায় ওরা। পৃথিবীতে প্রায় ২০ প্রজাতির হট্রিটি পাখির মধ্যে বাংলাদেশে প্রায় ৩ প্রজাতির পাখির দেখা মেলে। ছবিতে দেখুন বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার খাউড়া দহের একঝাঁক হট্রিটি পাখি।

দল বেঁধে খেতে এসেছে পাখিরা
দল বেঁধে খেতে এসেছে পাখিরা
শান্ত পরিবেশে পাখির দল
শান্ত পরিবেশে পাখির দল
যে যার কাজে ব্যস্ত,পাখিরা আপন মনে
যে যার কাজে ব্যস্ত,পাখিরা আপন মনে
পাখিদের কলকাকলি
পাখিদের কলকাকলি
অপন মনে আকাশে উড়ে চলা
অপন মনে আকাশে উড়ে চলা
ঝাঁক বেঁধে উড়ে চলা
ঝাঁক বেঁধে উড়ে চলা
পাখিগুলো উন্মুক্ত প্রান্তরে উড়ে বেড়ায়
পাখিগুলো উন্মুক্ত প্রান্তরে উড়ে বেড়ায়
ঘরে ফেরার পালা
ঘরে ফেরার পালা