পাঁচ মিনিটেই শেষ বিএনপির বিক্ষোভ

সিলেট নগরের জিন্দাবাজার মোড়ের সিটি সেন্টার মার্কেটের সামনে পাঁচ মিনিটে শেষ হয় বিএনপির এই মিছিলটি। ছবি: প্রথম আলো
সিলেট নগরের জিন্দাবাজার মোড়ের সিটি সেন্টার মার্কেটের সামনে পাঁচ মিনিটে শেষ হয় বিএনপির এই মিছিলটি। ছবি: প্রথম আলো

সিলেটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। তবে পুলিশের ধরপাকড়ের ভয়ে পাঁচ মিনিটেই শেষ করেছে কর্মসূচি।

আজ রোববার বেলা ১১টা ২৫ মিনিটে নগরের বন্দরবাজার এলাকার পুরান লেন গলি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সিলেট জেলা ও নগর বিএনপির নেতা-কর্মীরা। পরে মিছিলটি নগরের জিন্দাবাজার মোড়ের সিটি সেন্টার মার্কেটের সামনে গিয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।

রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের বন্দরবাজার কোর্ট পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় সিলেট জেলা ও মহানগর বিএনপি।

আজ সকাল থেকে নগরের বন্দরবাজার এলাকার পুরান লেন গলিতে জড়ো হচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। সকাল থেকে কোর্ট পয়েন্ট এলাকার মধুবন বিপণিবিতানের নিচে অবস্থান করছিলেন পুলিশের সদস্যরা। বেলা ১১টা ২৫ মিনিটে গলি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল ‘প্রহসনের বিচারে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’। কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম, জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতা-কর্মীরা অনেকটা আতঙ্কিতভাবে ডানে-বামে তাকান। বিক্ষোভ মিছিলটি নগরের জিন্দাবাজার মোড় হয়ে সিটি সেন্টার বিপণিবিতানের সামনে জড়ো হয়ে ব্যানার হাতে নিয়ে কয়েকটি ছবি তোলেন নেতা-কর্মীরা। পরে স্লোগান দিয়েই শেষ করেন বিক্ষোভ কর্মসূচি। এ সময় বিএনপির নেতাদের কর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘এই যাও তুমার তাড়াতাড়ি’ ‘এই কইলাম না যাও ইখানে থিকা’। বেলা সাড়ে ১১টায় নেতা-কর্মীরা বিক্ষোভ কর্মসূচির ব্যানার ভাঁজ করে যে যাঁর গন্তব্যের দিকে চলে যান। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এবং কয়েকজন নেতাকে নগরের একটি বিপণিবিতানের দিকে চলে যেতে দেখা যায়।

মহানগর বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের ধরপাকড়ের ভয় ছিল নেতা-কর্মীদের। এ জন্য ঝটিকা মিছিল আকারে করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে এক নেতার ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ তিনজনকে আটকও করে। এ ঘটনায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের ধারণা ছিল, বিক্ষোভ মিছিলে পুলিশ ধরপাকড় চালাতে পারে। সে জন্য অল্প সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা হয়েছে।