ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত জোর করে কাউকে বাংলাদেশে পাঠাচ্ছে না। কিন্তু এখানে এলে না খেয়ে থাকতে হবে না, এমন ধারণার ফলে কিছু মানুষ দালালদের সহায়তায় এ দেশে আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশি নাগরিক ছাড়া অন্য কেউ যদি বৈধ প্রক্রিয়া না মেনে বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন, তাহলে সরকার তাঁদের ফেরত পাঠাবে।

ভারতে অবৈধভাবে বসবাসরত কোনো বাংলাদেশি থাকলে তাঁদের তালিকা দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে এবং কোনোভাবেই এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে আশ্বস্ত করেছে।

নয়াদিল্লি সফরে না যাওয়া প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক। এ সম্পর্ক প্রভাবিত হবে না। এ সম্পর্ক মধুর।’

এর আগে গত বৃহস্পতিবার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবসের আগে ‘ব্যস্ত সময়সূচি’ থাকায় পররাষ্ট্রমন্ত্রী সফর বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।