ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১০

ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেশরিতা, গাজীপুর, ১৫ ডিসেম্বর। ছবি: মাসুদ রানা
ফ্যান তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কেশরিতা, গাজীপুর, ১৫ ডিসেম্বর। ছবি: মাসুদ রানা

গাজীপুর সদর উপজেলায় রওজা হাইটেকের লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার সন্ধ্যায় উপজেলার কেশরিতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রংপুরের মো. ফরিদুল ইসলাম (১৮), গাজীপুরের শ্রীপুর উপজেলার মার্তা এলাকার রাশেদ (২৫), মো. শামীম (২৬), কেশরিতা এলাকার উত্তম (২৫)।

জয়দেবপুর ফায়ার স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুনের সূত্রপাত হলেও তাঁরা ৫টা ৫২ মিনিটে তৃতীয় তলায় আগুন লাগার খবর পান। পরে তাঁদের স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁরা আগুন নেভান। পরে তৃতীয় তলায় ১০ শ্রমিকের লাশ দেখতে পান তাঁরা। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে ১০ জনই তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, স্থানীয় কেশরিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আনোয়ার হোসেন (২০) ও জামুনা এলাকার আবদুল মোতালেবের ছেলে মো. হাসান (১৯) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শনে যান। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ঘটনা তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিনুর ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের লাশ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।