সত্যিকারের রাজাকারদের তালিকা মঙ্গলজনক: জি এম কাদের

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। ছবি: সংগৃহীত
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, যাঁরা স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করেছিলেন, তাঁদের সম্পর্কে জাতির সুস্পষ্টভাবে ধারণা থাকা দরকার। তাই সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ সোমবার সকালে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান। জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ শেষে কাদের গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন।

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি, সামনের দিনে দেশে বেকারত্ব থাকবে না। মানুষ শান্তিতে বাস করবে, রাষ্ট্র থেকে যেসব সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে, যা তাদের পাওয়ার কথা।’

কাদের বলেন, ‘আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, মাদক ও বেকারত্বমুক্ত দেশ চাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, যাতে স্বাধীনতার সুফল সবার মধ্যে পৌঁছায়।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘গণতন্ত্রকে শতভাগ অর্জন করা সম্ভব হয় না। তবে যতটা বেশি সম্ভব, ততটাই গণতন্ত্র আমরা অর্জন করতে কাজ করব এবং সে পথে আমরা এগিয়ে যাচ্ছি।’

জি এম কাদের বলেন, ‘ধর্মভিত্তিক রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক নয়। আমরা একই সঙ্গে ধার্মিক, কিন্তু ধর্মের ব্যাপারে সাম্প্রদায়িক নই। সেই রাজনীতিই এখন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে।’

জাতীয় স্মৃতিসৌধে জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন, এস এম ফয়সল চিশতী, আজমা আক্তার, উপদেষ্টা রওশন আরা মান্নান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, বাহাউদ্দিন আহমেদ, আহসান আদেলুর রহমান প্রমুখ।