'বিজয় দৌড়' ও 'বিজয় রাইড'

বিজয় দিবসে সিলেট রানার্স কমিউনিটির ‘বিজয় দৌড়’। এতে লাল-সবুজ রঙের পোশাক পরে অংশ নেন অনেকে। সিলেট নগর, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
বিজয় দিবসে সিলেট রানার্স কমিউনিটির ‘বিজয় দৌড়’। এতে লাল-সবুজ রঙের পোশাক পরে অংশ নেন অনেকে। সিলেট নগর, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

সিলেটে বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে ‘বিজয় দৌড়’ ও ‘বিজয় রাইড’। মহান বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো বিজয় দৌড়ের আয়োজন করে সিলেট রানার্স কমিউনিটি (এসআরসি) নামের একটি সংগঠন। কোনো প্রতিযোগিতা ছিল না এটি। বিজয় দিবস উদযাপন করতেই ব্যতিক্রমী এই আয়োজন। 

বিজয় দিবস উদযাপনে সিলেটের সাইক্লিস্টরা আয়োজন করেন বিজয় রাইড। এতে বাইসাইকেলে চড়ে অংশ নেন বিভিন্ন বয়সের চার শতাধিক মানুষ। সাইক্লিস্টদের অংশগ্রহণে এবার সপ্তমবারের মতো বিজয় রাইড অনুষ্ঠিত হয়।
বিজয় দৌড় শুরু হয় সকাল সোয়া সাতটায় নগরের চৌহাট্টা এলাকার আলেয়া মাদ্রাসা মাঠ থেকে। এতে অংশ নেন বিভিন্ন বয়সের প্রায় অর্ধশত দৌড়বিদ। তাঁরা সিলেট নগরের বিভিন্ন এলাকার চার কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। রিকাবীবাজার হয়ে শেখঘাট-কিনব্রিজ-বন্দরবাজার-জিন্দাবাজার- চৌহাট্টা ঘুরে ফের আলিয়া মাদ্রাসা মাঠে এসে ‘বিজয় দৌড়’ শেষ হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে সিলেট রানার্স কমিউনিটি। তবে সংগঠনটির উদ্যোগে এবারই প্রথম বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় দৌড়’ আয়োজন করা হয়। সিলেটে বিজয় দিবসে এর আগে কখনো এ ধরনের কোনো কর্মসূচি পালিত হয়নি। এতে বিভিন্ন বয়সের অর্ধশত দৌড়বিদ অংশ নেন। বিজয় দৌড় সফল করতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়। এতে অনেকেই অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
সিলেট রানার্স কমিউনিটির সংগঠক মঞ্জুর আহমদ প্রথম আলোকে বলেন, ‘বিজয় দৌড় কোনো প্রতিযোগিতা নয়, বিজয় দিবস উদ্‌যাপন করতেই এই আয়োজন। সংগঠনটি দুই বছর আগে যাত্রা শুরু করলেও এবারই প্রথম বিজয় দৌড়ের আয়োজন করা হয়। তবে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমরা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে থাকি। শরীর ও মন সুস্থ রাখতে হাঁটাহাঁটি ও দৌড় উপকারী। বিষয়টি মাথায় রেখেই এই সংগঠনের পথ চলা।’

বিজয় দিবসে সাইক্লিস্টদের ‘বিজয় রাইড’। এতে লাল-সবুজের পোশাক পরে অংশ নেন অনেকে। সিলেট নগর, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
বিজয় দিবসে সাইক্লিস্টদের ‘বিজয় রাইড’। এতে লাল-সবুজের পোশাক পরে অংশ নেন অনেকে। সিলেট নগর, ১৬ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

বিজয় রাইডও শুরু হয় চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠ থেকেই। আয়োজকেরা জানান, ২০১৩ সাল থেকে প্রতিবছরই সিলেটের সাইক্লিস্টরা বিজয় ও স্বাধীনতা দিবস উদযাপন করেন বাইসাইকেল চালিয়ে পুরো নগর প্রদক্ষিণ করে। এবারের বিজয় রাইড শুরু হয় সকাল সাড়ে আটটায়। চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। পরে আবার আলিয়া মাদ্রাসা মাঠে ফিরে এসে এই কর্মসূচি শেষ হয়।
বিজয় রাইডের সমন্বয়ক মঞ্জুর আহমেদ আরিফ বলেন, ‘সাইকেল হচ্ছে একটি স্বাধীন বাহন, যা আবার পরিবেশবান্ধব। এমন একটি বাহন দিয়েই আমরা বিজয় দিবস উদযাপন করেছি, যা অবশ্যই বিজয়র মতোই আনন্দের। সবাইকে আমরা ব্যয়বহুল ও পরিবেশ বিনষ্টকারী জ্বালানির যানবাহন ছেড়ে সাইকেলে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে উৎসাহ দিই। এতে আপনি নিজে যেমন ভালো থাকবেন, তেমনি পরিবেশও ভালো থাকবে।’