বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় মোদি

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: বাসস
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সোমবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী গতকাল সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান। এ সময় নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রশংসা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নরেন্দ্র মোদির সঙ্গে সৈয়দ মোয়াজ্জেম আলীর ৩০ মিনিট বৈঠক হয়। বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তাঁর শুভেচ্ছা জানান।

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে যোগদানের জন্য নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানোয় শেখ হাসিনার প্রশংসা করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি অনুষ্ঠানে (বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী) অংশগ্রহণের অপেক্ষায় রয়েছি।’

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর পাঁচ বছরের মেয়াদকে সোনালি অধ্যায় হিসেবে উল্লেখ করেন। ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান।

হাইকমিশনার এ সময় ভারতের প্রধানমন্ত্রীকে ঐতিহ্যবাহী একটি নকশিকাঁথা উপহার দেন।