জমজমাট কম্বলের বাজার

>শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কম্বলের চাহিদা। ফুলবাড়িয়ার এনেক্সকো টাওয়ারে রয়েছে কম্বলের পাইকারি বাজার। এটি দেশের অন্যতম বড় কম্বলের বাজার। সেখানে বেড়েছে কেনাকাটা। এখানে দেশি-বিদেশি বিভিন্ন কম্বল আসছে, সেগুলো চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এখানে প্রধানত তিন ধরনের কম্বল পাওয়া যায়। প্রতিটি দেশি কম্বলের পাইকারি দাম ৯০ থেকে শুরু করে ৩০০ টাকা। চীনের নকশা করা কম্বলের দাম ৪৫০ থেকে ১ হাজার ২০০ টাকা। বিদেশি সাধারণ কম্বল ১৬০ থেকে ৩৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিগুলো বুধবারের।
কম্বলের ব্যাগে কোরিয়া লেখা থাকলেও এগুলো আসলে চীন থেকে আসে।
কম্বলের ব্যাগে কোরিয়া লেখা থাকলেও এগুলো আসলে চীন থেকে আসে।
ক্রেতাকে দেখাতে একের পর এক কম্বল মেলে ধরছেন দোকানিরা।
ক্রেতাকে দেখাতে একের পর এক কম্বল মেলে ধরছেন দোকানিরা।
পরিবারের সদস্যদের নিয়ে কম্বল কিনতে এসেছেন এক নারী।
পরিবারের সদস্যদের নিয়ে কম্বল কিনতে এসেছেন এক নারী।
এখানে পাওয়া যায় চোখ ধাঁধানো রঙের কম্বল।
এখানে পাওয়া যায় চোখ ধাঁধানো রঙের কম্বল।
কিনে বস্তায় ভরা হচ্ছে কম্বল।
কিনে বস্তায় ভরা হচ্ছে কম্বল।
পিকআপ ভ্যান থেকে নামানো হচ্ছে কম্বল।
পিকআপ ভ্যান থেকে নামানো হচ্ছে কম্বল।