সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাইয়ের, বোন হাসপাতালে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরার মহম্মদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন মোল্যা (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বোন রাশিদা বেগম (২৩) গুরুতর আহত হয়েছেন। উপজেলার শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে বুধবার রাত সাড়ে ৮টার দিকে ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন ও রাশিদা মোটরসাইকেলে করে নিজেদের বাড়ি ফিরছিলেন। তাঁরা উপজেলার মৌশা গ্রামের মুজিবর মোল্যার সন্তান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বাস প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বোন রাশিদাকে মোটরসাইকেলে করে এগিয়ে আনতে যান ভাই ইয়াসিন। ফেরার পথে শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কে পৌঁছালে ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভাই ও বোন দুজনই গুরুতর আহত হন। উদ্ধার করে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। আহত রাশিদা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।